বিলোনিয়া, ৭ মার্চ : বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়ার পথে দশটি গরু আটক করল দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া থানার পুলিশ৷ সেইসাথে গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক কামাল হুসেনকে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিলোনিয়া থানার ইনস্পেক্টর স্বপন সেনের নেতৃত্বে পুলিশকর্মীরা উত্তর সোনাইছড়ি এলাকায় যানবাহন তল্লাসি করছিলেন৷ সেই সময় টিআর-০৩-কে-১৭১৬ নম্বরের একটি গাড়ি ওই এলাকায় পৌঁছে৷ পুলিশ গাড়িতে থাকা দশটি গরু আটক করে৷ চালকের কাছে ওই গরু পরিবহণ সংক্রান্ত ছাড়পত্র দেখতে চাইলে চালক কামাল হুসেন দেখাতে পারেনি৷ তাই পুলিশ গরুগুলি আটক করে৷ পাশাপাশি একটি মামলা নিয়ে গ্রেফতার করা হয় গাড়ির চালক কামাল হুসেনকে৷
স্থানীয়রা জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন শত শত গবাদী পশু বিশেষ করে গরু বিলোনিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার হচ্ছে৷ এক্ষেত্রে পুলিশ অনেকটা তৎপর রয়েছে তবে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ভূমিকা নিয়ে দেখা দিয়েছে অসন্তোষ৷