বক্সনগর, ৭ মার্চ : গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল সিপাহীজলা জেলার সোনামুড়া হাসপাতাল সংলগ্ন একটি বসত ঘর। ঘরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বাড়ির মালিক মুস্তাফা কামালের। তবে দুর্ঘটনা নাকি নাশকতা এনিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।
বৃহস্পতিবার রাত প্রায় ৩টায় সোনামুড়া নগর পঞ্চায়েতের ১২ নম্বর ওয়ার্ডের মুস্তাফা কামালের বাড়ির একটি ঘরে আচমকা আগুন লেগে যায়। ওই ঘরের একপাশে রান্নার কাজ চলত। আর অপরপাশে ঘুমিয়ে ছিলেন মুস্তাফা। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরকে গ্রাস করে নেয়। ঘরের ভেতর থেকেই সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার পর ভেতরে মুস্তাফার দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ড নিয়ে নানা মতামত দিচ্ছে এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এলাকার এক যুবকের দিকে সন্দেহের তীর।