আগরতলা, ৭ মার্চ : আবহাওয়ার পরিবর্তন জনিত কারণে প্রাণীদের দেহে সংক্রমিত বিভিন্ন রোগ প্রতিরোধে প্রাণী চিকিৎসকদের ওয়াকিবহাল করতে প্রাণী সম্পদ ও বন্যপ্রাণী স্বাস্থ্য সেবা সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত। শুক্রবার রাজধানী আগরতলায় প্রজ্ঞা ভবনে আয়োজিত এই সেমিনারের উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহিঃরাজ্য থেকে আগত বিশেষজ্ঞ অধ্যাপক (ডাঃ) কে কে শর্মা, দপ্তরের সচিব দীপা ডি নায়ার সহ অন্যান্যরা।
জলবায়ুর পরিবর্তন জনিত কারণে মানবদেহে যেমন বিভিন্ন রোগ সৃষ্টি হচ্ছে তেমনি পশু ও বন্যপ্রাণীদের দেহেও বিভিন্ন রোগের লক্ষণ ক্রমশই প্রকট হয়ে উঠছে। এর থেকে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বিভিন্ন প্রকার ভাইরাস। বিষয়টি নিয়ে অন্যান্য রাষ্ট্রের মতো ভারতেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা শুরু হয়েছে। এরই অঙ্গ হিসেবে শুক্রবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং ত্রিপুরা ভেটেনারি কাউন্সিলের উদ্যোগে প্রজ্ঞা ভবনে প্রাণী সম্পদ এবং বন্যপ্রাণী স্বাস্থ্যসেবা সংক্রান্ত এক সেমিনারের আয়োজন করা হয়।
এই সেমিনারের উদ্বোধন করেনপ্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহিঃরাজ্য থেকে আগত বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসক অধ্যাপক (ডাঃ) কে কে শর্মা, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার, ত্রিপুরা ভেটেনারি কাউন্সিলের প্রেসিডেন্ট ডাক্তার চিন্টু দেববর্মা সহ অন্যান্যরা। এই সেমিনারে জলবায়ুর পরিবর্তন জনিত কারণে পশু পাখি থেকে শুরু করে বন্যপ্রাণীদের দেহে সৃষ্টি হওয়া রোগ কিভাবে প্রতিরোধ করা সম্ভব সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, এর মাধ্যমে রাজ্যের প্রাণী চিকিৎসকগণ বিশেষভাবে উপকৃত হবেন।