চার লেনের হবে দুটি রাস্তা, দুপাশে থাকবে ফুটপাথ ও ফুলের বাগান

স্টাফ রিপোর্টার,আগরতলা, ১৭ অক্টোবর৷৷ আগরতলা স্মার্ট সিটির আওতায় এয়ারপোর্ট থেকে লিচু বাগান এবং পঞ্চবটি থেকে দুর্গা চৌমুহনি পর্যন্ত দুটি রাস্তা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ চার লেনের হবে দুটি রাস্তা৷ রাস্তার দু পাশে থাকবে ফুটপাথ এবং ফুলের বাগান৷ আজ শনিবার জায়গা পরিদর্শনে গিয়ে এ-কথা জানিয়েছেন বড়জলার বিধায়ক ডা. দিলীপ কুমার দাস৷ তিনি বলেন, আগরতলা স্মার্ট সিটির আওতায় নতুন করে দুটি রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ উষা বাজার এবং নতুন নগর এই দুটি বাজারের বেশকিছু দোকানপাট ভাঙা পড়তে পারে৷ কিছু কিছু বাড়ির একাংশও ভাঙা পড়ার আশঙ্কা রয়েছে৷ তবে স্মার্ট সিটির আওতায় যে রাস্তাগুলি তৈরি করা হবে সেগুলিতে ক্ষতিগ্রস্ত দোকান এবং সংশ্লিষ্ট পরিবারগুলোকে প্রয়োজনীয় আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে৷ তাঁর কথায়, রাস্তা সম্প্রসারণে জমি অধিগ্রহণ করা হবে৷

অধিগৃহীত জমির ক্ষতিপূরণ বাবদ অর্থ সরকারের তরফেই মিটিয়ে দেওয়া হবে৷ এজন্য প্রয়োজনীয় অর্থের সংস্থানও করা হয়েছে৷ এদিন স্থানীয় বিধায়ক ডা. দিলীপ কুমার দাস এবং সদরের এসডিএম সহ প্রশাসনের কর্মকর্তারা এই দুটি রাস্তা পরিদর্শন করেছেন৷ পরিদর্শনকালে বিধায়ক ডা. দাস জানিয়েছেন, স্মার্ট সিটির আওতায় দুটি নতুন রাস্তা সম্প্রসারণে মানুষের বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি যাতে না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হবে৷ সেজন্যই সদরের এসডিএম সহ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে তিনি এলাকা সফরে এসেছেন৷ আজ উষা বাজার এবং নতুন নগর বাজারের ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি এলাকা পরিদর্শন করেন৷ স্থানীয়দের সাথে এ সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বিধায়ক৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?