আগরতলা, ৭ মার্চ : রাজধানী আগরতলা শহর সংলগ্ন লঙ্কামুড়া এলাকা থেকে গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে এক নেশা কারবারিকে।ধৃতের নাম রানা শেখ। তার বাড়ি এনসিসি থানার অধীন গোয়ালাবস্তি এলাকায়। পশ্চিম আগরতলা থানা এবং রামনগর ফাঁড়ির পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এই সংবাদ জানিয়েছেন।
পশ্চিম ত্রিপুরা জেলার অধীন দশটি থানা এলাকায় এক সপ্তাহ ধরে নেশা বিরোধী অভিযান চলছে। এই নেশা বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে শহর সংলগ্ন লঙ্কামুড়া এলাকা থেকে গাঁজা সহ এক নেশা কারবারিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। ধৃতের নাম রানা শেখ। বাড়ি রাজধিনীর এনসিসি থানাধীন গোয়ালাবস্তি এলাকায়। পশ্চিম থানা এবং রামনগর ফাড়ির পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার সদরের এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, কিছুদিন ধরেই বিভিন্ন সুত্র মারফত পুলিশের নিকট খবর আসছিল নেশা বাণিজ্য স্থাপনের জন্য কিছু লোক শহর সংলগ্ন লঙ্কামুড়া এলাকায় গাঁজা সংগ্রহ করে রাখছে। সেই খবরের উপর ভিত্তি করে রামনগর ফাঁড়ির ওসি এবং পশ্চিম থানার ওসির নেতৃত্বে একটি টিম তৈরি করা হয়। সেই টিমটি বৃহস্পতিবার লঙ্কামুড়া এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজা সহ রানা শেখ নামে এক নেশা কারবারিকে আটক করে। উদ্ধারকৃত গাঁজাগুলির কালোবাজারে মূল্য ৪ লক্ষাধিক টাকা হবে বলে জানান এসডিপিও।
শুক্রবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধৃত রানা শেখকে আদালতে সোপর্দ করা হয়। রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই নেশা কারবারের সাথে যুক্ত অন্যান্যদের নাম জেনে তাদেরকেও আটক করা হবে বলে জানিয়েছেন এসডিপিও দেবপ্রসাদ রায়।