আমবাসা, ৭ মার্চ : চাকরি নিয়মিতকরণের দাবি জানিয়েছেন সমগ্র শিক্ষা অভিযানের কর্মচারীরা। ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের ধলাই জেলা কমিটি শুক্রবার এক সাংবাদিক সম্মেলন এই দাবি করা হয়।
এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিএমএস ধলাই জেলা কমিটির সভাপতি অনুজিত দেববর্মা, ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের রাজ্য নেতৃত্ব সেন্টু দাস, বিএমএস ধলাই জেলা কমিটির সম্পাদক নারায়ণ দেবনাথ সহ অন্যান্য।
এদিন সাংবাদিক সম্মেলনে নেতৃত্বরা সমগ্র শিক্ষা অভিযানের শিক্ষকদের নিয়মিতকরণের বিষয়টি রাজ্য সরকারের কাছে দাবি জানান। তাঁরা বলেন হাইকোর্টের রায়ে তাঁদের চাকরি নিয়মিতকরণ করার জন্য রায় ঘোষণা হয়। কিন্তু রাজ্য সরকার এখনো তাদের নিয়মিত করেনি। তাই অতিসত্বর তাদের চাকরি নিয়মিত করার আবেদন জানান। এছাড়াও বলেন রাজ্য সরকারের কাছে আবেদন সুপ্রিম কোর্টের কাছে যে এসএলপি করা হয়েছে তা তুলে নিয়ে তাদেরকে দ্রুত নিয়মিত করা হোক। তাঁরা আশাবাদী রাষ্ট্রবাদী সরকার তাদের দাবি মেনে নিয়ে দ্রুততার সঙ্গে চাকরি নিয়মিত করবে। এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অনুজিৎ দেববর্মা বলেন, তামিলনাড়ুতেও ত্রিপুরার মত সমগ্র শিক্ষা অভিযানের শিক্ষকরা একটি মামলা করেছিলেন। তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্ট থেকে এসএলপি তুলে নেয়।