নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৭ অক্টোবর৷৷ পানীয় জলের দাবিতে ধলাই জেলার আমবাসা গন্ডাছড়া সড়কের দেড় মাইল এলাকায় পথ অবরোধ করলেন সুরেন্দ্র রিয়াং পাড়ার বাসিন্দারা৷ সংবাদ সূত্রে জানা গেছে সুরেন্দ্র রিয়াং পাড়া সহ পার্শবর্তী এলাকা গুলিতে দীর্ঘদিন ধরেই পানীয় জলের তীব্র সংকট চলছে৷এসব বিষয়ে স্থানীয় নেতা এবং প্রশাসনের কর্মকর্তাদের বারবার জানিযে কোন ধরনের ইতিবাচক সাড়া পাচ্ছেন না৷ শেষ পর্যন্ত বাধ্য হয়েই তারা গন্ডাছড়া আমবাসা সড়কে পথ অবরোধ করেন৷ অবরোধের ফলে সকাল থেকেই যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ তাতে যাত্রীদুভর্োগ চরমে আকার ধারণ করে৷ঘটনার খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা অবরুদ্ধ স্থলে ছুটে যান৷অবরোধকারীদের সঙ্গে কথা বলেন পুলিশের আধিকারিক এবং প্রশাসনের কর্মকর্তারা৷ আলোচনায় অবিলম্বে ওই এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়৷প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পর এলাকাবাসী পথ অবরোধ আপাতত প্রত্যাহার করে নেন৷প্রতিশ্রুতি অনুযায়ী পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে স্পষ্টভবে হুঁশিয়ারি দিয়েছেন৷