আনন্দবাজারে বার্মিজ গরু বোঝাই বোলেরো গাড়ি আটক, পলাতক চালক

ধর্মনগর, ৬ মার্চ : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশ আনন্দবাজার নাকা পয়েন্টে টিআর০৫জি১৭৯৪ নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ৫টি বার্মিজ গরু উদ্ধার করে। এদিকে চালক গরু বোঝাই গাড়িটি পুলিশের সামনেই দাঁড় করিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

ধর্মনগর থানার অফিসার ইনচার্জ স্মৃতি কান্ত বর্ধন জানান, বৃহস্পতিবার ভোর রাতে পুলিশ আনন্দবাজার এলাকায় টহল দিতে যায়। ওই সময় ধর্মনগর থেকে কৈলাসহরের উদ্দেশ্যে বোলেরো পিকআপ গাড়িটি যাচ্ছিল। গাড়িটি যখন আনন্দবাজার নাকার সামনে আসে তখন সিগনাল দিয়ে আটকানো হয়। গাড়িটি থামানোর পর চালক গাড়ি ছেড়ে পালিয়ে যায়। সাথে সাথে গাড়ির পেছনে গিয়ে দেখা যায় পাঁচটি বার্মিজ গরু বোঝাই করা রয়েছে। গাড়ি চালককে খোজাখুজি করার পর না পাওয়ায় গরু বোঝাই গাড়িটি নিয়ে আসা হয় ধর্মনগর থানায়। ধর্মনগর থানায় মামলা রুজু করা হয়েছে। গাড়ির মালিকের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?