আগরতলা, ৪ মার্চ : বিজেপি নেতৃত্বাধীন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সুর চড়াল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। দলের প্রদেশ মুখপাত্র প্রবীর চক্রবর্তী অভিযোগ করে বলেন, ২০১৪ সালে যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত হয় তখন প্রধানমন্ত্রীর স্লোগান ছিল দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু, গত ১১ বছরে দেশ দুর্নীতিতে জর্জরিত। তা সত্ত্বেও, কোনও দুর্নীতির তদন্ত হয়নি। অন্যদিকে ইডি এবং সিবিআই দুর্নীতির অভিযোগ এনে পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী আরও বলেন, “বিজেপির নেতৃত্বাধীন নরেন্দ্র মোদী সরকার কোন দুর্নীতি প্রমাণ করতে পারেনি। এদিকে, ২০১৮ সাল থেকে ত্রিপুরায় দুর্নীতি ব্যাপক আকার ধারণ করেছে। এই দুর্নীতি পঞ্চায়েত থেকে বিধানসভা পর্যন্ত বিস্তৃত। বিজেপি নেতারা অর্থ লুট করার প্রতিযোগিতা করছেন”। তিনি আরও বলেন, “বর্তমান কেন্দ্রীয় সরকার দেশের অর্থনৈতিক ব্যবস্থায়ও বিপর্যয় ডেকে এনেছে। গত কয়েক মাসে শেয়ার বাজার গত ৪০ থেকে ৪৫ বছরের তুলনায় বেশি পড়ে গেছে। ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পে ৪৫০ কোটি টাকার কোনও হদিস পাওয়া যায়নি।”