উদয়পুর, ৪ মার্চ : সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় মঙ্গলবার উদয়পুর গোমতী জেলা পরিষদে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ সোশ্যাল এডুকেশনের উদ্যোগে কিন্নর অর্থাৎ তৃতীয় লিঙ্গদের সামাজিক প্রতিষ্ঠার বিষয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, মহকুমা পুলিশ আধিকারিক, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের গোমতী জেলার আধিকারিক সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। সভায় আলোচক স্নেহা গুপ্তা বলেন কিন্নর অর্থাৎ তৃতীয় লিঙ্গরা এই সমাজেরই লোক। সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে অবহেলা না করে তাদেরকে সঙ্গে নিয়ে এই সমাজে প্রতিষ্ঠিত হতে। আগামীদিনে তাদের সাথে মিলেমিশে কাজ করে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করা উচিত।
সভাধিপতি দেবল দেব রায় এমন কর্মশালা জেলাতে আরো কয়েকটি করার জন্য দপ্তরের আধিকারিকদের অনুরোধ করেন। কারণ এরকম আলোচনা ও আয়োজনের মধ্য দিয়ে তৃতীয় লিঙ্গদের নিয়ে সাধারণ মানুষের ভুল ধারণা সংশোধিত হবে এবং তাদের সামাজিক প্রতিষ্ঠা ও মর্যাদা বৃদ্ধির বিষয়টি সহজ হবে।