সাব্রুম, ২৮ ফেব্রুয়ারি : ভারত -বাংলাদেশ ত্রিপুরা সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার রুখতে কাস্টমস ও বিএসএফ-এর যৌথ অভিযানে বড় সাফল্য। দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের রানীবাজার লীলগড় চা বাগানের কাছ থেকে একশ কেজি গাঁজা সহ তিন যুবককে আটক করা হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে দুটি গাড়ি, মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট এলবিন সিং জানান, বৃহস্পতিবার সকালে তারা গোপন সূত্রে খবর পান যে সাব্রুম সীমান্ত দিয়ে গাঁজা পাচারের ছক কষা হচ্ছে। সেই অনুযায়ী কাস্টমস ও বিএসএফ-এর যৌথ দল সাব্রুমের ছোটখিল এলাকায় ওঁত পেতে থাকে। সন্ধ্যার দিকে সন্দেহভাজন একটি বোলেরো ও একটি সুইফট ডিজায়ার গাড়ি আটক করা হয়। গাড়ি দুটি তল্লাশি চালিয়ে একশ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত তিন যুবক হল—বাপি নম (বাড়ি-সোনামুড়া), মানব সাহা (বাড়ি-সোনামুড়া) এনং অভিজিৎ দাস (বাড়ি-মেলাঘর)। তাদের কাছ থেকে তিনটি দামি আইফোন, একটি অ্যান্ড্রয়েড ফোন এবং ১,৪৯,০০০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় তাদের সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে খবর। তার সন্ধানে তদন্ত চলছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাব্রুমের আরও দুই ব্যক্তির সঙ্গে এই মাদক কারবারের যোগসূত্র থাকতে পারে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কাস্টমস বিভাগ। ধৃতদের আরও জিজ্ঞাসাবাদের পর মাদক পাচার চক্রের বৃহৎ নেটওয়ার্কের সন্ধান পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।