আগরতলা, ২৮ ফেব্রুয়ারি : শুক্রবার আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মিনারানী সরকার, বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রকৃতির কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। আমরা বিষয়টি তেমনভাবে চিন্তা করি না বলে এই শিক্ষা নিতে পারি না। তিনি বলেন, দূষিত রক্ত যেমন মানুষের শরীর গ্রহণ করে না, তেমনই অসচ্ছ্ব বিষয়গুলিও সমাজ গ্রহণ করে না। এক সময়ে সমাজকে যারা বিষাক্ত করে তুলেছিল তাদের সমাজ বর্জন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজের স্বচ্ছতার প্রয়োজনীয়তার কথা দেশবাসীর সামনে সহজ সরল ভাষায় তুলে ধরেছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, রাজ্যে রক্তদান একটি বিশেষ জায়গা করে নিয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা সমাজের সব কয়টি সংগঠন এবং মানুষের কাছে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।এই আহ্বানে সাড়া দিয়েই রাজ্যবাসী রক্তদানের মত মহৎ কাজে এগিয়ে এসেছেন বলে জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা এই মেগা রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন এবং অভিনন্দন জানান। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।