টিএনজিসিএলের শ্রমিক ও কর্তৃপক্ষের মধ্যে মতবিরোধ তুঙ্গে

আগরতলা, ২৫ ফেব্রুয়ারি : শ্রমিকদের সার্থ সংশ্লিষ্ট ৬ দফা দাবি নিয়ে টিএনজিসিএল-এর কর্তৃপক্ষের সাথে শ্রমিকদের মতানৈক্য চলছে। এই অবস্থায় মঙ্গলবার শ্রমিকদের সাথে কর্তৃপক্ষের বৈঠক ভেস্তে যাওয়ায় শ্রমিকরা কর্তৃপক্ষকে ঘেরাও করে ধর্না কর্মসূচি সংগঠিত করে। এদিকে সাংবাদিক সম্মেলন করে সংশ্লিষ্ট বিষয়ের স্পষ্টিকরণ দেন টিএনজিসিএল-এর এমডি তনয় পাত্র।

ছয় দফা দাবির ভিত্তিতে গত ১৪ ফেব্রুয়ারি টিএনজিসিএল কর্তৃপক্ষের নিকট গণডেপুটেশন প্রদান করে পিএনজিসিএল এর ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল সমকাজে সমবেতন এবং স্কেল তৈরির মাধ্যমে শ্রমিকদের মধ্যে বিবেধ সৃষ্টি করা চলবে না। দাবি পূরণ না হলে ১৭ ফেব্রুয়ারি থেকে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ডাক দেয়। ডেপুটেশন প্রদান কালে টিএনজিসিএল কর্তৃপক্ষ শ্রমিকদের কাছ থেকে সংশ্লিষ্ট বিষয়ে কিছুটা সময় চেয়ে নেন।

মঙ্গলবার কর্তৃপক্ষ এবং শ্রমিকদের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল।শ্রমিকদের অভিযোগ, এই বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই টিএনজিসিএল-এর এমডি তনয় পাত্র বৈঠক ছেড়ে চলে যান। এর কিছুক্ষণের মধ্যে অন্যান্য কর্তৃপক্ষ শ্রমিকদের একা রেখে কক্ষ ত্যাগ করেন। আলোচনার জন্য সমবেত হওয়া শ্রমিকরা প্রায় দুই ঘন্টা পর্যন্ত সভাকক্ষে কর্তৃপক্ষের জন্য অপেক্ষা করেন। এরপরে ক্ষুব্ধ শ্রমিকরা টিএনজিসিএল-এর এমডি’র কার্যালয়ের সামনে জড়ো হয়ে তাদের ঘেরাও করে ধর্না কর্মসূচি পালন করতে শুরু করেন। এদিন ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের সাধারণ সম্পাদক বিনয় মল্লিক এই সংবাদ জানান।

এদিকে এই ধর্না কর্মসূচির মধ্যেই মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন টিএনজিসিএল-এর এমডি তনয় পাত্র।সাংবাদিক সম্মেলনে তিনি জানান, টিএনজিসিএল শ্রমিকদের জন্য কোন স্কেল স্ট্রাকচার ছিল না। তিনি এমডি হিসেবে যোগদানের পর এই ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করেন। কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনে শিক্ষাগত যোগ্যতা ও কর্মের দক্ষতা প্রভৃতি বিষয়ের উপর ভিত্তি করে হাই স্কিল, স্কিল, সেমিস্কিল এবং আনস্কিল এই চার ক্যাটাগরি তৈরি করেন। তিনি আরো জানান, গেইল এবং ওএনজিসির অনুকরণে এই ধরনের পে স্ট্রাকচার গঠন করা হয়েছে। কিন্তু বিক্ষোভরত শ্রমিকদের মধ্যে মুষ্টিমেয় পাঁচ ছয় জন শ্রমিকের দাবি শিক্ষাগত যোগ্যতাকে পেছনে রেখে কাজের দক্ষতার উপর ভিত্তি করে তাদের হাই স্কেল ক্যাটাগরিতে নির্বাচন করতে হবে।

এদিন শ্রমিকদের ধর্না কর্মসূচি কে কেন্দ্র করে টিএনজিসিএল কার্যালয়ে উত্তেজনার সৃষ্টি হয় ।খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি আর আয়ত্বে আনে। যদিও সমস্যার নিরসন হয়নি বলে খবর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?