আগরতলা, ২৪ ফেব্রুয়ারি : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সোমবার৷ প্রথম দিনে ইংরেজি বিষয়ের পরীক্ষা ছিল৷ দুপুর বারোটা থেকে শুরু হয় পরীক্ষা৷ সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে পরীক্ষা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে৷ কোথাও থেকে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই৷ মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা উচ্চ মাধ্যমিকের সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন৷
এদিকে, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরী জানিয়েছেন, এবছর রাজ্যের ৬০টি কেন্দ্রের ৯৫টি স্থানে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে৷ মোট পরীক্ষার্থী রয়েছে ২১ হাজার ৫০৬ জন৷ এদিন তিনি সহ পর্ষদের অন্যান্য আধিকারিকরা আগরতলা শহরের বিভিন্ন পরীক্ষা গ্রহণ কেন্দ্র ঘুরে দেখেন৷ কোথাও থেকে কোনও ধরনের সমস্যার কথা তাঁর কাছে পৌঁছেনি৷ পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবেই চলছিল৷
মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা এদিন সামাজিক মাধ্যমে পোস্ট করে উচ্চমাধ্যমিকের সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি শিক্ষা জীবনের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে সকল ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করেন৷