বিভিন্ন দপ্তরে আরো ৩১৫টি পদে লোক নিয়োগের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি : আরো ৩১৫টি পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নিল ত্রিপুরার মন্ত্রিসভা। গত শনিবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সংশ্লিষ্ট পদগুলি পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যে দপ্তরগুলির জন্য এই ৩১৫ জনকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় সেগুলি হল, বন দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, অর্থ দপ্তর, সমবায় দপ্তর, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং পর্যটন দপ্তর। এই ৩১৫টি পদের মধ্যে ২টি পদ প্রমোশনের মাধ্যমে পূরণ করা হবে।

সোমবার সাংবাদিক সম্মেলন করে নিয়োগ সংক্রান্ত তথ্য দিতে গিয়ে
রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র তথা পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, মন্ত্রিসভার বৈঠকে বন দপ্তরের অধীনে ১০৪ টি ফরেস্টারের পদ পুরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বন দপ্তর বোর্ড তৈরি করে পরীক্ষার মাধ্যমে এই পদগুলি পূরণ করবে। এছাড়া রাজ্য সরকারের অর্থ দপ্তরের অধীন ট্রেজারি ডাইরেক্টরিতে অডিটর হিসেবে ১৪০টি পদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই ১৪০টি অডিটরের পদে অর্থ দপ্তর বোর্ড গঠন করে পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করবে।

সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরো জানান, সমবায় দপ্তরে অডিটর, ইনভেস্টিগেটর, স্ট্যাটিসটিক্যাল ইনভেস্টিগেটর গ্রুপ সি নন গেজেটেড ৩০টি পদ পূরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরে ৩৪টি সুপারভাইজারের পদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী আরো জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন দুটি বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার গেজেটেড পদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পর্যটন দপ্তরের ইউডিসি দুটি এবং গ্রুপ ডি তিনটি পদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, এর মধ্যে পর্যটন দপ্তরের ইউডিসি দুটি পদ প্রমোশনের ভিত্তিতে পূরণ করা হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?