বক্সনগর, ২৩ ফেব্রুয়ারি : নৃশংস হত্যাকাণ্ডে স্তম্ভিত সিপাহীজল জেলার সোনামুড়া মহকুমার তৈবান্দালের ধনমুড়া এলাকা। ছোট্ট একটি বিষয় থেকে শুরু হওয়া বিবাদ রূপ নিল নৃশংস হত্যাকান্ডের। বড় ভাই বিজয় দেববর্মার হাতে খুন হলেন ছোট ভাই অমিতাভ বচ্চন দেববর্মা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বড় ভাই বিজয় দেববর্মা তার ঘরের সাউন্ড বক্সে গান বাজাচ্ছিলেন। ছোট ভাই অমিতাভ বচ্চন দেববর্মা তাকে সাউন্ড কমাতে বললে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। মুহূর্তের মধ্যে তা রূপ নেয় মারাত্মক সংঘর্ষে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিজয় দেববর্মা হঠাৎই ঘর থেকে ধারালো অস্ত্র বের করে ছোট ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়েন। একের পর এক আঘাতে ঘায়েল হন অমিতাভ বচ্চন দেববর্মা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন তার স্ত্রী। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের ধারণা, শুধুমাত্র সাউন্ড বক্সের ভলিউম নিয়ে এমন রক্তক্ষয়ী ঘটনা সম্ভব নয়। অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, দুই ভাই মিলে গাঁজা চাষ করেছিলেন এবং বিক্রির দায়িত্ব ছিল বড় ভাই বিজয় দেববর্মার উপর। অভিযোগ, তিনি গাঁজা বেশি দামে বিক্রি করেও ছোট ভাইকে সে কথা জানাননি। এই লেনদেন নিয়ে বিবাদ ছিল দুই ভাইয়ের মধ্যে।
ঘটনার পরপরই বিজয় দেববর্মা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে। স্থানীয়দের মতে, এ ঘটনা শুধুমাত্র পারিবারিক বিবাদ নয়। বরং অবৈধ মাদক কারবারের জটিল পরিণতি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং শীঘ্রই দোষীকে গ্রেফতার করা হবে। এই ঘটনা পুরো এলাকাকে আতঙ্কিত করে তুলেছে।