আগরতলা, ২৩ ফেব্রুয়ারি : হাতে শাবল আর মন্দির থেকে চুরি করা সামগ্রী প্লাস্টিকের প্যাকেটে পুড়ে তোয়ালে দিয়ে মুখ ঢেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে চোর। পরনে তার নীল রঙের ফুলহাতা টি শার্ট এবং কালো জিন্সের প্যান্ট। রাজধানী আগরতলার ইন্দ্রনগর জগৎপুর কালিবাড়ি সংলগ্ন শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরে চুরি কান্ডে সিসিটিভির ক্যামেরায় ধরা পড়া চোরের গতিবিধি দেখে তাজ্জব সংশ্লিষ্ট এলাকার জনগণ। শনিবার গভীর রাতের কোন এক সময়ে ইন্দ্রনগর জগৎপুর কালিবাড়ি সংলগ্ন শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরে এই চুরির ঘটনা ঘটে।
শনিবার রাতের কোন এক সময়ে মন্দিরের প্রধান ফটক ডিঙিয়ে ভেতরে প্রবেশ করে এবং মন্দিরের গর্ভগৃহের দরজার তালা ভেঙে ঠাকুর ঘরের সব মূল্যবান সামগ্রী নিয়ে যায়। মন্দিরের মূল সিংহাসনের ড্রয়ারে রাখা রাম ঠাকুরের দশটি স্বর্ণের চরণ তুলসী ছিল। সেগুলিও তালা ভেঙে নিয়ে যায় চোর। গর্ভ গৃহের ভেতরেই রাখা প্রণামী বাক্সের তালা ভেঙে সব টাকা হাতিয়ে নেয়। রবিবার সকালে মন্দিরের পূজোর আয়োজক ভানুমতি আচার্য প্রধান ফটকের তালা খুলে মন্দিরে প্রবেশ করেন। নাট মন্দিরে প্রবেশ করেই তিনি দেখতে পান ঠাকুরঘরের মূল দরজার তালা ভাঙ্গা এবং কিছুটা খোলা। তিনি মন্দিরের গর্ভ গৃহের দরজা খুলতেই দেখেন ভেতরের সব জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। প্রণামীর বাক্স এবং সিংহাসনের ড্রয়ারের তালাও ভাঙ্গা।
সাথে সাথে তিনি স্থানীয়দের ডেকে আনেন। খবর পেয়ে মন্দিরে ছুটে আসেন এলাকাবাসী। আসে জিবি আউটপোস্টের পুলিশ। মন্দিরের পাশের এক বাড়ির সিসিটিভির ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সেই ফুটেজ দেখে তাজ্জব এলাকাবাসী। ফুটেজে দেখা দেখা যায় কালো রংয়ের জিন্সের প্যান্টের উপর ফুলহাতা টি শার্ট চাপানো এক ব্যক্তি তোয়ালে দিয়ে মুখ ঢেকে হাতে সাবল এবং মন্দির থেকে চুরি করা সামগ্রী প্লাস্টিকের প্যাকেটে পুড়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে।
এলাকাবাসী জানান, মন্দিরের সিংহাসনের ড্রয়ারে রাম ঠাকুরের দশটি স্বর্ণের চরণ তুলসী ছিল। চোর ড্রয়ারের তালা ভেঙে সবগুলি চরণ তুলসী নিয়ে গেছে। পাশাপাশি প্রণামী বাক্সেও প্রায় সতের হাজার টাকা ছিল বলে এলাকাবাসীর অনুমান। মন্দিরে এই চুরির ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।