বাংলাদেশে পাচারকালে ১৬ লক্ষ টাকার স্মার্টফোন জব্দ করল বিএসএফ

বক্সনগর, ২২ ফেব্রুয়ারি : ভারত-বাংলাদেশ ত্রিপুরা সীমান্তে চোরাচালান রুখতে বিএসএফের তৎপরতায় আরও একবার বড়সড় সাফল্য। শুক্রবার রাতে ৬৯ নম্বর ব্যাটেলিয়ান বি.এস.এফ-এর সিপাহীজলা জেলার নিউ নিদয়াস্থিত কোম্পানি কমান্ডার সঞ্জয় হালদারের নেতৃত্বে সাত সদস্যের একটি দল গ্যাংকুল গ্রামের নিকটবর্তী গভীর জঙ্গলে অ্যাম্বুশ করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে রাতের অন্ধকারে চোরাচালানের সময় প্রচুর স্মার্টফোন উদ্ধার করা হয়।

খবর অনুযায়ী, সন্ধ্যার কিছুক্ষণ পর ৩-৪ জন পাচারকারী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে স্মার্টফোন পাচারের চেষ্টা করছিল। ঠিক সেই সময় বিএসএফের অ্যাম্বুশে তারা ধরা পড়ে যায়। অভিযানের চাপে পাচারকারীরা তাদের বহন করা প্যাকেট ফেলে দ্রুত পালিয়ে যায়। বিএসএফের সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত সামগ্রী জব্দ করেন এবং পুরো ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

অভিযানে উদ্ধার হওয়া মোবাইল ফোনের সংখয়া এবং বাজারমূল্য বিশাল অঙ্কের। উদ্ধারকৃত মোবাইল সেটগুলির মধ্যে রয়েছে রিয়েলমি ৩১টি, নারজু ১৩টি, মোটো ১০টি, সেমসং ৮টি এবং অন্যান্য ব্র্যান্ডের মোট ১০২টি স্মার্টফোন। উদ্ধারকৃত স্মার্টফোনের বাজারমূল্য প্রায় ১৬,৯৭,৮৯৮ টাকা।

বিএসএফের জি ব্রাঞ্চ হেডকোয়ার্টার সূত্রে জানা গেছে, এই ধরনের চোরাচালান রুখতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি চালানো হচ্ছে। পাচারকারীরা আধুনিক ইলেকট্রনিক পণ্য, বিশেষ করে স্মার্টফোন বাংলাদেশে পাচার করার জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করছে।

বিএসএফ জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করতে এলাকায় অতিরিক্ত টহল দেওয়া হবে। চোরাচালান রুখতে স্থানীয়দেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?