উদয়পুর, ২১ ফেব্রুয়ারি : প্রসাদ প্রকল্পে গোমতী জেলার মাতাবাড়ির ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের সংস্কার ও উন্নয়নের কাজ কতটুকু হয়েছে তা পর্যালোচনা করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রাসাদ প্রকল্পে একান্ন পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরকে সাজিয়ে তোলার জন্য অর্থ বরাদ্দ করা হয়। আর কাজও শুরু হয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা প্রধানমন্ত্রীকে নতুন রূপে যেভাবে মায়ের মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে তার উদ্বোধন করার জন্য অনুরোধ করেছেন। প্রধানমন্ত্রী এপ্রিলে এর উদ্বোধন করার জন্য কিছুটা সম্মতি হওয়ায় শুক্রবার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, এলাকার বিধায়ক অভিষেক দেব রায়, গোমতী জেলার জিলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, জেলা শাসক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী বলেন, আগামী ২০ মার্চের মধ্যে মায়ের মন্দিরে সমস্ত কাজ শেষ করার দিন ধার্য করা হয়েছে। ইতিমধ্যে মায়ের মন্দিরের রং নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে সমালোচনার ঝড় বইছে এই সম্পর্কে অর্থমন্ত্রী বলেন যারা মায়ের মন্দিরে রং নিয়ে কথা বলছেন তারা নাস্তিক। তারা ধর্ম মানে না। তাদের এসব কথার কোন গুরুত্ব নেই বলে তিনি অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি মায়ের মন্দিরের চারপাশে কোন অবৈধ কাজ চলতে দেওয়া যাবে না। একটা অংশকে নির্ধারিত করে কোন মতে যাতে দ্বিতল বাড়ি না কড়া যায় সেটা যেমন দেখা হচ্ছে তেমনি মায়ের মন্দিরের পবিত্রতাকে বজায় রাখার জন্য মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি আমিষ খাবার যাতে কেউ ব্যবহার না করতে পারে সেরকম একটা চিন্তা ভাবনা হচ্ছে বলেও অর্থমন্ত্রী জানা। মন্দির চত্বরে স্বচ্ছ পরিবেশ বজায় রাখার জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলে জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।