আগরতলা, ১৯ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় সরকার বন্যা ত্রাণ হিসেবে ত্রিপুরার জন্য ২৮৮.৯৩ কোটি টাকার অতিরিক্ত সহায়তা অনুমোদন করেছে। জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল (এনডিআরএফ) এর অধীনে এই তহবিল অনুমোদন করা হয়েছে। গত বছরের আগস্টে ত্রিপুরায় ভয়াবহ বন্যা দেখা দেয় এবং প্রায় ১৫,০০০ কোটি টাকার ক্ষতি হয়।বন্যার পরপরই, একটি আন্তঃমন্ত্রণালয় কেন্দ্রীয় দল রাজ্য পরিদর্শন করে পরিস্থিতি মূল্যায়ন করে।
বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায়মন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে উচ্চ-স্তরের কমিটি (এইচএলসি) ২০২৪ সালে বন্যা, আকস্মিক বন্যা, ভূমিধস, ঘূর্ণিঝড় দ্বারা ক্ষতিগ্রস্ত পাঁচটি রাজ্যকে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া তহবিলের (এনডিআরএফ) অধীনে অতিরিক্ত ১৫৫৪.৯৯ কোটি টাকার কেন্দ্রীয় সহায়তা অনুমোদন করেছে। এর মধ্যে ত্রিপুরার জন্য ২৮৮.৯৩ কোটি টাকা অন্তর্ভুক্ত রয়েছে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে তার সফরে বন্যার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে আলোচনা করেছেন এবং প্রয়োজনীয় ত্রাণ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন। কেন্দ্রীয় সহায়তা অনুমোদন করায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান সামাজিক মাধ্যমে পোস্ট করে।
প্রসঙ্গত, এইচএলসি এনডিআরএফ থেকে পাঁচটি রাজ্যকে ১৫৫৪.৯৯ কোটি টাকার কেন্দ্রীয় সহায়তা অনুমোদন করেছে। ১৫৫৪.৯৯ কোটি টাকার মধ্যে, অন্ধ্রপ্রদেশের জন্য ৬০৮.০৮ কোটি টাকা, নাগাল্যান্ডের জন্য ১৭০.৯৯ কোটি টাকা, ওড়িশার জন্য ২৫৫.২৪ কোটি টাকা, তেলেঙ্গানার জন্য ২৩১.৭৫ কোটি টাকা এবং ত্রিপুরার জন্য ২৮৮.৯৩ কোটি টাকা।