রাজনগর, ১৯ ফেব্রুয়ারি : দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুৎসা রটানোর অভিযোগে গ্রেপ্তার এক। আটক ব্যক্তির নাম বিপ্লব দাস। বাড়ি নিবাস প্রকাশ নগর। বিধায়িকা নিজে বাদী হয়ে পি আার বাড়ি থানায় মামলা রুজু করেন।
মামলায় উল্লেখ করা হয় বিপ্লব দাস বিভিন্ন সামাজিক মাধ্যমে বিশেষ করে ফেসবুকে তাঁর বিরুদ্ধে কুৎসা রটানোর উদ্দেশ্যে এবং তার মানহানি করার জন্য বিভিন্ন কুরিচিকর মন্তব্য পরিবেশন করে। এই কুরুচিকর মন্তব্যের জন্য বিধায়িকা যেমন একদিকে সামাজিক ক্ষেত্রে বিভিন্ন কুরুচিকর মন্তব্যের শিকার হয়েছেন অন্যদিকে তিনি শারীরিক ও মানসিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন।
এই বিষয়ে বিশদ জানিয়ে তিনি ১৮ ফেব্রুয়ারি পি আর বাড়ি থানায় মামলা করেন। মামলা নম্বর ৯/২০২৫। সকল ধারায় বিপ্লব দাসের বিরুদ্ধে মামলা রুজু করা হয় সেগুলি হচ্ছে ৩৩৬(৩) ৩৫৬ (২)৩৫১(২)/৭৯/৬১(এ)৩(৫)। এছাড়া ইনফরমেশন টেকনোলজি সেকশনে তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার ধারাগুলি হল ৬৬(এ)/৬৬/(সি)৬৬(ই)/৬৭/৬৭(সি)। মামলা রুজু হওয়ার পর পুলিশ বিপ্লব দাসকে গ্রেফতার করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাস্ট ক্লাসে সোপর্দ করে।আদালত তাকে জুডিশিয়াল কাস্টডিতে রাখার নির্দেশ দেন আগামী ৩ মার্চ পর্যন্ত। এর সাথে উল্লেখ করা হয় কাস্টডিতে থাকাকালীন তাকে জিজ্ঞাসাবাদে অনুমতি দেওয়া হয় পুলিশকে।