কুমারঘাট, ১৯ ফেব্রুয়ারি : ঊনকোটি জেলার ফটিকরায় থানার পুলিশ গ্রেফতার করল নাবালিকা ধর্ষণ কাণ্ডে জড়িত দুই যুবক। বুধবার তাদের গ্রেফতার করে ফটিকরায় থানার পুলিশ।
থানার ওসি পার্থ নাথ ভৌমিক জানিয়েছেন, চলতি বছরের ২৬ জানুয়ারী ফটিকরায় থানায় ধর্ষণের ঘটনা নিয়ে অভিযোগ দায়ের হয় নাবালিকার পরিবারের তরফে। এর পরই তদন্ত শুরু করে পুলিশ। এতদিন গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত রাজেশ সরকার এবং সেবক দাস। অবশেষে ফটিকরায়ের তরুণীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতদের পাঠানো হয়েছে আদালতে।