আগরতলা, ১৯ ফেব্রুয়ারি : রাজধানী আগরতলা শহরের কামান চৌমুহনী থেকে মহারাজগঞ্জ বাজার এলাকায় বুধবার উচ্ছেদ অভিযান চালিয়েছে আগরতলা পুর নিগম এবং ট্রাফিক পুলিশ বিভাগ৷ এদিনের অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক পুলিশের এসপি মানিক লাল দাস৷ তিনি জানান, জরিমানা আদায় কিংবা মামলা মোকদ্দমা করার লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান করা হয়নি৷ মূলতঃ জনগণকে সচেতন করা এবং আগরতলা শহরকে যানজট মুক্ত রাখাই লক্ষ্য৷
ট্রাফিক পুলিশ সুপার মানিক লাল দাস আরও জানিয়েছেন, কামান চৌমুহনী থেকে মহারাজগঞ্জ বাজার পর্যন্ত রাস্তার দুইপাশে যে ফুটপাথ রয়েছে সেখানে আশেপাশের ব্যবসায়ীরা তাদের সামগ্রী রেখে বিকিকিনি করছেন৷ তাতে পথচারীরা ফুটপাথ থেকে নেমে মূল সড়ক দিয়ে যাতায়াত করেন৷ ফলে স্বাভাবিকভাবেই যানজট লেগে যায়৷ তাছাড়া বেআইনী পার্কিংও করা হয়৷ সবমিলিয়ি এই এলাকায় নিত্যদিন যানজট লেগে থাকে৷ এভাবে চলতে দেওয়া যায় না৷ তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আহ্বান রাখেন তাদের সামগ্রী যাতে কোনওভাবেই ফুটপাথে নিয়ে রাখা না হয়৷ তাছাড়া যানবাহন চালকদেরও উদ্দেশ্যে ট্রাফিক পুলিশ সুপার অনুরোধ করেছেন তারা যেন সকলেই শহরের নির্দিষ্ট পার্কিং জোনে যানবাহন পার্কিং করেন৷ তাতে শহর আগরতলা যেমন যানজট মুক্ত হবে তেমনি স্মার্ট সিটির যে বৈশিষ্ট্য তা অক্ষুন্ন থাকবে৷