পাচারের জন্য মজুত শুকনো গাঁজা উদ্ধার পুলিশি অভিযানে, গ্রেফতার বাড়ির মালিক

মোহনপুর, ১৯ ফেব্রুয়ারি : পাচারের জন্য মজুত রাখা শুকনো গাঁজা উদ্ধার করেছে সিধাই থানার পুলিশ৷ গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিক বিশাল বনিককে৷ ঘটনা বুধবার সিধাইয়ের মনতলা এলাকায়৷ পুলিশ বিশাল বনিকের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করেছে বলে জানিয়েছেন সিধাই থানার ওসি মুংগেস পাটারি৷

ওসি আরও জানিয়েছেন, গোপণ সূত্রে খবর ছিল মনতলার বাসিন্দা বিশাল বনিকের বাড়িতে গাঁজা মজুত রয়েছে৷ সেই মোতাবেক বিষয়টি এসডিপিও সব্যসাচী নাথকে জানানো হয়৷ এসডিপিও এর নির্দেশ মোতাবেক পুলিশের একটি টিম বিএসএফ এবং টিএসআর জওয়ানদের সাথে নিয়ে বিশাল বনিকের বাড়িতে তল্লাসি অভিযান চালানো হয়৷ তল্লাসি চালিয়ে ২৫ কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়৷ সেই সাথে গ্রেফতার করা হয় বাড়ির মালিক বিশাল বনিককে৷ এনডিপিএস অ্যাক্টে একটি মামলা রুজু করা হয়েছে সিধাই থানায়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?