আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৯ ফেব্রুয়ারি : আগরতলা শহরের স্বামী বিবেকানন্দ ময়দানে সভা মঞ্চের নীচে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়৷ মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি ভবঘুরের মত জীবনযাপন করতেন৷ লেইক চৌমুহনী বাজার এলাকায় তাঁকে ঘুরাফেরা করতে দেখা যেত৷ বুধবার সকালে মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে৷

ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, স্থানীয় লোকজন সকালে থানায় খবর পৌঁছায় যে স্বামী বিবেকানন্দ ময়দানের সভা মঞ্চের নীচে এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে৷ সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়৷ ওই পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, স্থানীয় লোকজনের মাধ্যমে জানা গিয়েছে ওই ব্যক্তি ভবঘুরে৷ স্বামী বিবেকানন্দ ময়দান এবং লেইক চৌমুহনী বাজার এলাকায় ঘুরাফেরা করতেন৷ তিনি অসুস্থও ছিলেন৷ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে দাবি করে পুলিশ জানিয়েছে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে৷ মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য তথ্য অনুসন্ধান করছে পুলিশ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?