কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার আগরতলায় ভাড়া বাড়িতে

আগরতলা, ১৯ ফেব্রুয়ারি : রাজধানী আগরতলা শহরের শিবনগরে অনিক ক্লাব সংলগ্ন এলাকায় ভাড়া বাড়িতে উদ্ধার কলেজ ছাত্রের মৃতদেহ৷ মৃত ছাত্রের নাম বিপুল দেববর্মা৷ সে এমবিবি কলেজের তৃতীয় সেমিস্টারের ছাত্র৷ বুধবার সকালে ভাড়া বাড়ির ঘরেই তার মৃতদেহ উদ্ধার করা হয়৷ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

মৃত ছাত্রের বাবা অনন্ত মোহন জমাতিয়া জানিয়েছেন, তাদের বাড়ি গোমতী জেলার কিল্লার মহারানীতে৷ আগরতলায় শিবনগরে ভাড়া বাড়িতে থেকে ছেলে বিপুল জমাতিয়া এমবিবি কলেজে পড়াশুনা করে৷ সোমবার ছেলের সাথে অনন্ত মোহন জমাতিয়ার শেষবারের মত কথা হয়েছিল৷ ওইদিন সন্ধ্যায় ছেলেকে মোবাইলে কল করে কথা বলার সময় ছেলে বলেছিল যে তার হাতে ব্যাথা করে৷ তখন বাবা তাকে বাড়িতে যেতে বলেছিলেন৷ কিন্তু পরের দিন তথা মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত অনেকবার মোবাইলে কল করে কোন সাড়া না পেয়ে বুধবার সকালে তিনি আগরতলায় ভাড়া বাড়িতে আসেন ছেলের খোঁজ নিতে৷ ভাড়া বাড়িতে আসার পর তিনি জানতে পারেন ছেলে বিপুল জমাতিয়ার মৃতদেহ উদ্ধার হয়েছে ভাড়া বাড়ির ঘরের মেঝেতে৷

বাড়ির মালিক জানিয়েছেন, বিপুল জমাতিয়ার কোন সড়া শব্দ না পেয়ে তারা দরজা খুলে দেখেন মৃতদেহ পড়ে রয়েছে মেঝেতে৷ সাথে সাথেই খবর দেওয়া হয় পূর্ব আগরতলা থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷ পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই জানা যাবে বিপুল দেববর্মার মৃত্যুর কারণ৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?