বিশালগড়, ১৪ ফেব্রুয়ারি: মৌমাছির আক্রমণে আহত হয়েছে বহু ছাত্রছাত্রী৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার সিপাহীজলা জেলার কড়ইমুড়া স্কুলে৷ আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে গিয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন প্রত্যেকের অবস্থা সংকটমুক্ত৷
এক অভিভাবক জানিয়েছেন, এদিন স্কুল চত্বরে প্রচুর সংখ্যায় মৌমাছি উড়তে থাকে৷ তখন মাঠে ছাত্রছাত্রীরা ছিল৷ হঠাৎই ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করে মৌমাছির দল৷ মুহুর্তের মধ্যেই ছাত্রছাত্রীরা চিৎকার চেচামেচি শুরু করে দেয়৷ ছুটে আসেন শিক্ষক শিক্ষিকারা৷ খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস স্টেশনে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং আহত ছাত্রছাত্রীদের বিশালগড় হাসপাতালে নিয়ে যায়৷ এক শিক্ষক জানিয়েছেন, স্কুলের আশেপাশে কোথাও মৌমাছির বাসা কারোর নজরে আসেনি৷ হঠাৎ করে কোথাও থেকে মৌমাছির দল আসে এবং ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করে৷