শান্তিরবাজার, ১৪ ফেব্রুয়ারি : ত্রিপুরা সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুন করতে। সরকারের উদ্দ্যেশ্যকে সফল করতে কাজ করে যাচ্ছে দক্ষিণ ত্রিপুরা জেলার ঋষ্যমুখ কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস। তিনি কিছুদিনপূর্বে ঋষ্যমুখ কৃষিদপ্তরের তত্বাবধায়কের দায়িত্বে এসেছেন। দায়িত্বভার গ্রহণ করে কৃষকদের সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেন কৃষি দপ্তরের তত্ববধায়ক সুজিত কুমার দাস।
কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের জন্য মাশরুমের বীজ বিতরণের প্রকল্প থাকলেও প্রশিক্ষণের কোন ব্যাবস্থা নেই। এতে করে বিগত দিনে দেখা যেত কৃষকরা বীজ পেয়েও সঠিকভাবে মাশরুম উৎপাদন করতে পারতেন না। বর্তমান সময়ে তত্বাবধায়ক সুজিত কুমার দাসের উদ্যোগে এই প্রকল্পকে বাস্তবায়িত করতে দপ্তরের আধিকারিকদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার মাধ্যমে যেই সকল বেনিফিসারীদের বীজ বিতরণ করা হয় তাদেরকে কিভাবে মাশরুম উৎপাদন করা যায় তা নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে বেনিফিসারীরা সহজভাবে মাশরুম উৎপাদন করতে পারবেন।তত্বাবধায়ক সুজিত কুমার দাসের এই ধরনের উদ্যোগকে সকলে সাধুবাদ জানান।
শুক্রবার ঋষ্যমুখ কৃষি দপ্তরের তত্বাবধায়কের কার্যালয়ের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঋষ্যমুখ বিধানসভার বিশিষ্ট সমাজসেবী, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে ৫০ জন বেনিফিসারীকে প্রশিক্ষণ প্রদান করা হয় ও মাশরুমের বীজ বিতরণ করা হয়। সুজিত কুমার দাস কৃষকদের উন্নয়নের স্বার্থে আগামীদিনে বিভিন্ন কাজ করার প্রতিশ্রুতি দেন। এতে করে কৃষকরা খুবই আনন্দিত।