আগরতলা, ১৪ ফেব্রুয়ারি : পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী ১২ফেব্রুয়ারি রাত আনুমানিক ২টা ২০ মিনিটে চেন্নাইয়ে একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। শুক্রবার তাঁর মরদেহ ত্রিপুরায় আনা হয়। এমবিবি বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় বামুটিয়া ব্লক অফিস প্রাঙ্গনে।
বামুটিয়া ব্লক অফিস প্রাঙ্গণে প্রয়াতকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, বিধায়ক নয়ন সরকার, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার, বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য, ব্লকের চেয়ারম্যান দীপক কুমার সিংহ, প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস, বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, বিজেপির মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস, সমাজসেবী বিজু পাল সহ দল মত নির্বিশেষে বামুটিয়ার হাজারো জনগণ। বলাই গোস্বামীর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন মন্ত্রী রতন লাল নাথ, বিধায়ক নয়ন সরকার, জেলা শাসক ডঃ বিশাল কুমার সহ বিশিষ্ট ব্যক্তিরা।