আগরতলা, ১৪ ফেব্রুয়ারি : দূষণের মাত্রা কমিয়ে পরিবেশকে আরো মানুষের উপযোগী করে তোলার লক্ষ্যে ওএনজিসির ত্রিপুরা এসেট কর্তৃপক্ষ ‘সক্ষম’ শীর্ষক ১৫ দিনের কর্মসূচি নিয়েছে। শুক্রবার থেকে ওএনজির এসেট কনফারেন্স হলে এই কর্মসূচি শুরু হয়েছে। চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
ক্লিন এবং গ্রীন এনার্জি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ভারত সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার অঙ্গ হিসেবে ওএনজিসি ত্রিপুরা এসেট কর্তৃপক্ষ ‘সক্ষম’ নামে কর্মসূচি গ্রহণ করেছে। শুক্রবার ওএনজির অ্যাসেট কনফারেন্স হলে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওএনজিসি এসেট ম্যানেজার, রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা।
এই প্রসঙ্গে শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা জানান, কার্বন নিঃসরণ হ্রাস করা এবং গ্রীন হাউজ গ্যাস নির্গমন বন্ধ করে পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। এই ক্ষেত্রে পরিবেশকে দূষণমুক্ত করতে বিভিন্ন জৈব উৎসগুলিকে মানুষের মধ্যে প্রচারে নিয়ে আসার বিষয় নিয়ে কর্মসূচিতে বিস্তারিত আলোচনা হবে।