পড়াশুনা ও গবেষণার সুবিধার্থে এনএফএসইউ ও এনএলইউ’র মধ্যে মৌ স্বাক্ষরিত

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি : আইনি বেষ্টনীতে আবদ্ধ থেকে সত্য প্রতিস্থাপনের মাধ্যমে সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ন্যাশনাল ফরেন্সিক সাইন্স ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাসের সাথে ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাসের মৌ স্বাক্ষর হল। ন্যাশনাল ফরেন্সিক সাইন্স ইউনিভার্সিটির ত্রিপুরা ক্যাম্পাসে আয়োজিত এই মৌ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ফরেন্সিক সাইন্স ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাসের ডাইরেক্টর ডঃ এইচ কে প্রতিহারী, ন্যাশনাল ল ইউনিভার্সিটি আগরতলা ক্যাম্পাসের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ ওয়াই পি সিং।

ন্যাশনাল ফরেন্সিক সাইন্স ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাস এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাসের মধ্যে শুক্রবার মৌ স্বাক্ষর অনুষ্ঠিত হয়। দুই শিক্ষা প্রতিষ্ঠানের পঠন পাঠন, গবেষণায় সহযোগিতা এবং ছাত্র-ছাত্রীদের স্বার্থে এই মৌ স্বাক্ষরিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ফরেন্সিক সাইন্স ইউনিভার্সিটির অধিকর্তা ডঃ এইচ কে প্রতিহারী ও ন্যাশনের ল ইউনিভার্সিটি আগরতলার ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ ওয়াই পি সিং।

এই প্রসঙ্গে ন্যাশনাল ফরেনসিক সাইন্স ইউনিভার্সিটির অধিকর্তা ডঃ এইচ কে প্রতিহারী জানান, এই প্রথম ত্রিপুরায় এই ধরনের মৌ স্বাক্ষরিত হচ্ছে। এই মৌ স্বাক্ষর পঠন-পাঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারণ দেশে ক্রিমিনাল কার্যকলাপের ধরণ পাল্টে গেছে। এই অবস্থায় তদন্ত প্রক্রিয়ায় ফরেন্সিক সাইন্স, পুলিশ, লিগাল এক্সপার্ট, আইনি প্রক্রিয়া প্রভৃতি বিভিন্ন ধাপ রয়েছে। সবগুলি পর্যায়েই আইনের সীমাবদ্ধতা রয়েছে এবং সবগুলি প্রক্রিয়া একে অপরের সাথে যুক্ত। তিনি আরো জানান, আমাদের লক্ষ্য সত্য প্রমাণ। এই ক্ষেত্রে সবগুলি বিভাগের লক্ষণ যখন পূরণ হয় তখনই সাফল্য আসে। এই মৌ স্বাক্ষর অনুষ্ঠান ন্যাশনাল ফরেন্সি সাইন্স ইউনিভার্সিটির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন বলে অভিহিত করেন ন্যাশনাল ফরেন্সিক সাইন্স ইউনিভার্সিটির অধিকর্তা ডঃ এইচ কে প্রতিহারী।

মৌ স্বাক্ষর অনুষ্ঠান প্রসঙ্গে ন্যাশনাল ফরেন্সিক সাইন্স ইউনিভার্সিটির অধিকর্তা আরো জানান, আইন ছাড়া আমরা এক কদমও এগুতে পারব না। আইনই সমাজের মূল চাবিকাঠি। এই মৌ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েট ডিন ডঃ অর্পণ দত্ত রায়, কো-অর্ডিনেটর অতনু কুমার দাস, এন এফ এস ইউর ডেপুটি রেজিস্টার ডাঃ জ্যোতি রয় চৌধুরী প্রমূখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?