আগরতলা, ১৩ ফেব্রুয়ারি : পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামীর জীবনাবসান। বুধবার গভীর রাতে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন। তার অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ আরও অনেকে।
প্রয়াত হলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী। শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে বহিঃরাজ্যের চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন তিনি। বুধবার রাত আনুমানিক ২টা নাগাদ চেন্নাইয়ে একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলাই গোস্বামী।
১৯৮৮ সাল থেকে রাজ্য রাজনীতির সাথে জড়িত ছিলেন বলাই গোস্বামী। ছাত্র রাজনীতি দিয়ে শুরু হলেও কংগ্রেসের হাত ধরেই রাজনীতির দীর্ঘ জীবন অতিবাহিত করেছেন তিনি। যদিও শেষের কয়েক বছর বিজেপির সাথে যুক্ত ছিলেন তিনি। সম্প্রতি শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে চেন্নাইয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরই মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। চিকিৎসকদের দীর্ঘচেষ্টার পরেও শেষ রক্ষা হয়নি।
তিনি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হওয়ার পর জেলাজুড়ে শুরু করেছিলেম উন্নয়নমূলক কাজ। পাশাপাশি বিজেপির নির্বাচন কমিটির সভাপতি, পূর্বাশার চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করছিলেন বলাই গোস্বামী। দীর্ঘদিন বামুটিয়া বিধানসভায় রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য মন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদরা।