বাড়ি থেকে ডেকে নিয়ে খুন, আটক তিন বন্ধু, চাঞ্চল্য টাকারজলায়

আগরতলা, ১১ ফেব্রুয়ারি : বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এক ব্যক্তিকে৷ খুনের পর মৃতদেহ রাবার বাগানে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ৷ মৃত ব্যক্তির নাম মঙ্গলচরণ দেববর্মা (২৬)৷ ঘটনাটি ঘটেছে টাকারজলা থানার অধীন পাইল্লাভাঙ্গা এলাকায়৷ মঙ্গলবার সকালে মৃতদেহ উদ্ধারের পর গোটা লোকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ এদিকে, পুলিশ মৃত ব্যক্তির স্ত্রী জ্যোতিকা ত্রিপুরার অভিযোগ মূলে তিনজনকে আটক করেছে৷ ধৃতরা হল যজ্ঞু দেববর্মা (২৭), জংসেন দেববর্মা (২৯) এবং গণেশ দেববর্মা (২৬)৷

জ্যোতিকা ত্রিপুরা জানিয়েছেন, তার স্বামী মঙ্গলচরণ দেববর্মাকে সোমবার বিকালে বৃদ্ধিবাজারের যজ্ঞু দেবববর্মা, জিরানীয়ার জংসেন দেববর্মা এবং পাইল্লাভাঙ্গার গণেশ দেববর্মা বাড়ি থেকে ডেকে নিয়ে যায় শ্যামনগরের ছাইমুড়ায় ঘুরতে যাবে বলে৷ রাবার বিক্রির কিছু টাকাপয়সা ছিল মঙ্গলচরণ দেববর্মার সাথে৷ বিকাল থেকে রাত হয়ে যায় মঙ্গলচরণ বাড়িতে ফিরেনি৷ উদ্বিগ্ণ স্ত্রী এবং পরিবার পরিজনরা বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও তার কোন হদিস পায়নি৷

এদিকে, মঙ্গলবার সকালে পাইল্লাভাঙ্গা এলাকায় একটি রাবার বাগানে মঙ্গলচরণের বক্তাক্ত মৃতদেহ দেখতে পায় এলাকার লোকজন৷ তারপর খবর দেওয়া হয় টাকারজলা থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাকারজলা হাসপাতালে নিয়ে যায়৷ অন্যদিকে, মৃতের স্ত্রীর অভিযোগ মূলে পুলিশ যজ্ঞু দেববর্মা, জংসেন দেববর্মা এবং গণেশ দেববর্মাকে আটক করে থানায় নিয়ে যায়৷ পুলিশ একটি খুনের মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ প্রাথমিক তদন্তেপুলিশ জানতে পারে ধৃত তিন ব্যক্তি নিহত মঙ্গলচরণ দেববর্মার পরিচিত বন্ধু৷ প্রায়ই তারা মঙ্গলচরণের বাড়িতে আসাযাওয়া করে৷ জ্যোতিকা ত্রিপুরা জানিয়েছেন, ধৃতরা পরিকল্পিতভাবে তার স্বামীকে খুন করে মৃতদেহ রাবার বাগানে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?