গন্ডাছড়া, ১১ ফেব্রুয়ারি : পাচারকালে গাছের লগ বাজেয়াপ্ত করলেন বন দপ্তরের কর্মীরা। ঘটনা ধলাই জেলার গন্ডাছড়ার জগবন্ধু পাড়ায়। লগ উদ্ধার করা সম্ভব হলেও বনদস্যুরা ঘটনাস্থল থেকে পালিয়ে গা ঢাকা দিতে সফল হয়েছে।
প্রসঙ্গত, একদিকে সক্রিয় বনকর্মীদের দল অপরদিকে বন দস্যুদের দল। একদিকে বন সহ পশু পাখিদের রক্ষা করতে যেমন দিনরাত পরিশ্রম করে চলেছেন বনকর্মীরা তেমনি বনদস্যু সহ পাখি শিকারীরা বন ও পাখি লাগাতর ধ্বংস করে চলেছে। কয়েক মাস যাবৎ রুটিন মাফিক ডিউটি শুরু করেন গোমতী ওয়াইল্ড লাইফ গন্ডাছড়া রেঞ্জ অফিসের বন কর্মীরা।
অন্যান্য দিনের মতোই সোমবার গন্ডাছড়া রেঞ্জের বন পেট্রোল অফিসার নবেন্দু ভট্টাচার্যের নেতৃত্বে বণকর্মীদের একটি দল গন্ডাছড়া মহকুমার জগবন্ধুপাড়া এলাকায় রুটিন পেট্রোলে বের হয়। বন পেট্রোল অফিসার নবেন্দু ভট্টাচার্য জানান অন্যান্য দিনের মতই সোমবার বনকর্মীদের দলটি যখন জগবন্ধুপাড়া এলাকার বড়বাড়িতে পৌঁছায় তখন দলটি দেখতে পায় মূল সড়কের পাশে বেশ কয়েকটি গাছের লগ সাইড করে রাখা হয়েছে। তাদেখে বনকর্মীরা গাড়ি থেকে নামতেই পাশের জঙ্গল থেকে কিছু লোক পালিয়ে যাওয়ার আওয়াজ পান। তল্লাশি চালিয়ে কাউকে না পেয়ে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা প্রায় কুড়ি হাজার টাকার গাছের লগ উদ্ধার করে গন্ডাছড়া রেঞ্জ অফিসে নিয়ে আসে।