ধর্মনগর, ৯ ফেব্রুয়ারি : ইলেক্ট্রিক অটো ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু। দুই শিশু সহ আহত হয়েছেন ছয়জন। এদের মধ্যে এক মহিলার অবস্থা গুরুতর। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর কলেজ রোড সংলগ্ন দীঘলবাঁক লিঙ্ক রোডে।
জানা গিয়েছে, টিআর০৫জও১৮১২ নম্বরের মিনি ট্রাকের সাথে টিআট০৫এ২১১৮ নম্বরের একটি ইলেকট্রিক অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুল লতিব নামে আশি বছরের বৃদ্ধের এবং দুই শিশু সহ ছয়জন আহত হয়েছেন। আহতরা হল অটো চালক সালিক আহমেদ (৩৬), যাত্রী জয়রুন বিবি (৬৫), সালেমা বেগম (৫৩), সোফওয়াসা খাতুন (৩৭) ও তাঁর দুই শিশু। তাদের সকলের বাড়ি ধর্মনগর পশ্চিম বটরসী গ্রামে। দুর্ঘটনার পর আহতদের নিয়ে যাওয়া হয় ধর্মনগরস্থিত জেলা হাসপাতালে। এদের মধ্যে এক মহিলার অবস্থা গুরুতর। পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।