গন্ডাছড়া, ৮ ফেব্রুয়ারি : কয়েকদিনের লাগাতর প্রচেষ্টায় অবশেষে একটি অবৈধ বালি উত্তোলনের লক্ষাধিক টাকা মূল্যের ইলেকট্রিক মেশিন উদ্ধার করলেন ধলাই জেলার গন্ডাছড়ার বন কর্মীরা।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, কিছুদিন যাবৎ গন্ডাছড়া বন দপ্তরে অভিযোগ আসছিল যে গন্ডাছড়া মহকুমার প্রত্যন্ত বিভিন্ন অঞ্চলে বালি চোরাকারবারি মেশিনের মাধ্যমে বোঝাই করছে বালির গাড়ি।বিভিন্ন সূত্রে সংবাদ পেয়ে নড়েচড়ে বসেন গন্ডাছড়ার বনকর্মীরা। চোরাকারবারিদের হাতেনাতে পাকড়াও করতে মাঠে নামে গোমতী ওয়াইল্ড লাইফ -এর অন্তর্গত গন্ডাছড়া মহকুমার বনকর্মীরা।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে গন্ডাছড়া মহকুমার উল্টাছড়া এলাকার একটি ছড়ার কিনারে হানা দিয়ে লক্ষাধিক টাকার বালি তোলার মেশিন সহ আরো বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেন বনকর্মীরা। অভিযানের নেতৃত্বে ছিলেন সহকারি রেঞ্জ অফিসার ধর্মজয় ত্রিপুরা, বন পেট্রল অফিসার নবেন্দু ভট্টাচার্জ সহ অন্যান্য বনকর্মীরা। পেট্রল অফিসার জানান আগামীদিনেও এই ধরণের অভিযান জারি থাকবে।