আগরতলা, ৮ ফেব্রুয়ারি: চুরি যাওয়া বিভিন্ন স্বর্ণালঙ্কার ও একটি গাড়িসহ পূর্ব আগরতলা থানার পুলিশ চার চোরকে গ্রেফতার করেছে। ১ ফেব্রুয়ারি শহরের কামারপুকুর পাড় এলাকার একটি জুয়েলারি দোকান থেকে চুরি হয়েছিল এই স্বর্ণালঙ্কারগুলি। শনিবার পূর্ব আগরতলা থানার ওসির রাণা চ্যাটার্জি এই সংবাদ জানিয়েছেন।
ওসি রাণা চ্যাটার্জী আরও জানিয়েছেন, কামার পুকুর পাড়স্থিত এস কে বি জুয়েলারিতে চুরির অভিযোগ লিপিবদ্ধ করা হয় থানায়। তাছাড়া, কিছু দিন আগে একটি গাড়ি চুরি যাওয়ারও অভিযোগ দায়ের করা হয়েছিল থানায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চার চোরকে আটক করে। ধৃতরা হল বাবুল দত্ত, উত্তম সরকার, জয়নাল হোসেন এবং মিঠুন মাদ্রাজি। তারা প্রত্যেকেই আগরতলার বাসিন্দা। শনিবার তাদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়। তাদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরির সাথে যুক্ত আরোও কয়েকজনের নামধাম জানা যাবে বলে জানিয়েছেন ওসি রাণা চাটার্জি।