আগরতলা, ৮ ফেব্রুয়ারি : “ইয়ে তো হোনাহি থা”- দিল্লিবাসী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। ২৩ বছর বাদে ভারতীয় জনতা পার্টির দিল্লির বিরাট জয়ে উচ্ছ্বসিত রাজ্যের গেরুয়া শিবির।
দেশের জাতীয় রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনে বিরাট জয় পেল ভারতীয় জনতা পার্টি। ২৩ বছর বাদে ফের দিল্লির মসনদে বসতে চলেছে বিজেপি। ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০টি আসনে ভোট গ্রহণ করা হয়। শনিবার সকাল আটটা থেকে শুরু হয় ভোট গণনা। ভোট গণনায় প্রথম থেকেই বিজেপি শাসক দল আম আদমি পার্টিকে পেছনে ফেলে এগিয়ে যেতে থাকে। বেলা যত বাড়তে থাকে ততই বিজেপির আসন সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে। দিল্লির বিরাট জয়ে উচ্ছ্বসিত ত্রিপুরার গেরুয়া শিবির। এই বিরাট জয়ের জন্য দিল্লিবাসী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
শনিবার রাজধানী আগরতলা শহরে একটি বেসরকারি হোটেলে বিজনেস কনক্লেভে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে দিল্লির ফলাফল নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে মুখ্যমন্ত্রী জানান “ইয়ে তো হোনাহি থা”। দিল্লির শাসক দল দুর্নীতির পঙ্কে নিমজ্জিত হয়ে গিয়েছিল।দিল্লিবাসী সেটা বুঝতে পেরেছিলেন। এই ফলাফল সেটাই প্রমাণ করে। দিল্লি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিরাট জয়ের জন্য দিল্লিবাসীকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো জানান, এই বিরাট জয় সম্ভব হয়েছে একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
প্রসঙ্গত, ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বিজেপি ৪৮টি আসনে জয় পেয়েছে। অপরদিকে শাসক দল আম আদমি পার্টি ২২টি আসনে জয়ী হয়েছে। নতুন দিল্লি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী পরবেশ ভার্মার নিকট পরাজিত হয়েছেন আম আদমি পার্টির জাতীয় অহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।