আগরতলা, ৭ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফ্ত বিজলি প্রকল্পের মাধ্যমে সারাদেশে সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বাড়ির ছাদের উপর সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি ত্রিপুরায় যাতে এই প্রকল্পটিকে ব্যাপকভাবে কার্যকর করা যায় সেজন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর বর্তমানে এক সঙ্গে কাজ করছে।
এই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার রাজধানী আগরতলার ৭৯ টিলা এলাকায় শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। আগরতলা পুর নিগমের কর্পোরেটর প্রদীপ চন্দ, লতা নাথ, সান্তনা সাহা সহ অন্যান্যরা।
এদিনের এই শিবিরে সাধারণ মানুষকে এই প্রকল্পের সুবিধাগুলি বোঝানো হয় এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ যাতে বিনামূল্যে বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে আগ্রহী হন এর জন্য উৎসাহিত করা হয়। মন্ত্রী রতন লাল নাথ বলেন, বিদ্যুৎ দপ্তর থেকে শুরু করে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা সাধারণ মানুষদের এই প্রকল্পের সুবিধা সম্পর্কে অবগত করছেন। মানুষ ধীরে ধীরে এই প্রকল্পের বিষয়ে সচেতন হচ্ছেন। রাজ্যে এই প্রকল্পে যাতে ৫০ হাজার মানুষ নাম নথিভুক্ত করে এই চেষ্টা চালাচ্ছে সরকার। ইতিমধ্যে ১২ হাজার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে বলেও জানান মন্ত্রী।
এই প্রকল্পটি যদি কেউ তার নিজের বাড়িতে বসায় তাহলে সরকারের তরফে ৩৩ হাজার টাকা ছাড় দেওয়া হবে। যত কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদনকারী প্রকল্প বাড়বে তত বেশি ছাড় দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা হচ্ছে বিনামূল্যে বাড়িতে বিদ্যুৎ ব্যাবহার করার পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদিত হলে তা নিগম কিনে নেবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ।