আগরতলা, ৭ ফেব্রুয়ারি : মার্কিন মুলুক থেকে শেকল বাঁধা অবস্থায় সেনা বাহিনীর কার্গো বিমানে ভারতীয়দের ফেরত পাঠানোর ঘটনার প্রতিবাদে সরব হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস৷ দলের তরফ থেকে শুক্রবার রাজধানী আগরতলা শহরে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলেন নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ দলের যুব সংগঠনের নেতা কর্মী ও সমর্থকরা৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে৷
প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা উদ্বেগের সাথে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিয় বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতাসীন হয়ে ভারতীয় অভিবাসীদের প্রতি যে ধরনের লজ্জাস্কর নির্মম ব্যবহার করেছেন সেটা শুধুমাত্র ভারতবাসীর জন্য নয় গোটা বিশ্ববাসীর কাছে হেয় প্রতিপন্ন করা হয়েছে৷ এই ঘটনায় নরেন্দ্র মোদি নীরব দর্শক৷ ভারতবর্ষের এই অপমান, সম্মানহানি নিয়ে সংসদে দাঁড়িয়ে পররাষ্ট্রমন্ত্রী বলছেন এটা নাকি মার্কিন আইনে এই ধরনের পুশব্যাক খুব স্বাভাবিক৷ মার্কিন প্রশাসনের সুরে সুর মিলিয়ে ভারতবাসীর অপমানকে হজম করা হয়েছে৷ এত বড় ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন নীরব এর জবাব জাতীয় কংগ্রেস চাইছে৷ প্রধানমন্ত্রীর নীরব ভূমিকার প্রতিবাদে কংগ্রেস বিক্ষোভ আন্দোলন সংগঠিত করছে৷ কংগ্রেস দাবি করছে অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ৷
কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, দেশ কখনো এর আগে এত নির্লজ্জ ও ভীরু প্রধানমন্ত্রী দেখেনি৷ ছোট ছোট রাষ্ট্রগুলিও আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছে, সেখানে ভারতের ভূমিকা নিরাশার৷ আমাদের প্রধানমন্ত্রী নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গেছেন৷ ভারতীয় অভিবাসীদের আমেরিকা থেকে বিমানে যেভাবে পাঠানো হয়েছে তাতে দেশবাসী লজ্জিত হয়েছেন৷ এর দায় নরেন্দ্র মোদিকে নিতে হবে৷