বিলোনিয়া, ৭ ফেব্রুয়ারি : দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগরের তৃষ্ণা বন দপ্তরের কর্মীদের বিরুদ্ধে চার পরিবারের বসত ঘর ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে রাজনগরের নিহারনগর দেবদুয়া পাড়াতে।
জানা গিয়েছে, পাট্টা প্রাপ্ত জায়গাতে বসত ঘর তৈরি করে বসবাস করছিল ওই চার পরিবার। বিনা নোটিশে হঠাৎ রাতের আঁধারে বন দপ্তরের অফিসার সুকান্ত সরকারের নেতৃত্বে বনকর্মীরা চড়াও হয়ে বাড়িঘর ভাঙচুর শুরু করে বলে শুক্রবার অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। পাট্টা প্রাপক এই চার পরিবার কোন কিছু বুঝে উঠতে পারেননি। পাট্টার কাগজ দেখানোর পর বন দপ্তরের অফিসার সুকান্ত সরকার পাট্টার কাগজ ছিড়ে ফেলেন বলে অভিযোগ। বাড়িঘর ভাঙচুরের সময় বন দফতরের কর্মীদের প্রতিহত করতে গেলে লক্ষ্মী ত্রিপুরাকে মারধর সহ দুর্ব্যবহার করা হয়।
লক্ষ্মী ত্রিপুরা বুকে আঘাত পায়। পরবর্তী সময়ে পরিবারের লোকজন নিহার নগর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। বিষ্ণু ত্রিপুরা, কতিলা ত্রিপুরা, লক্ষ্মী ত্রিপুরা ও সুস্মিতা ত্রিপুরা- এই চার পরিবারের বাড়িঘর তছনছ করে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানা যায়। পাট্টা প্রাপ্ত জায়গা হওয়া সত্বেও বসত ঘর গুঁড়িয়ে দেওয়া হল, এই নিয়ে প্রশ্ন উঠেছে। এই চার পরিবার মাথা গুজার ঠাঁই হারিয়ে দিশাহারা।