স্টাফ রিপোর্টার, কমলাসাগর, ১৬ অক্টোবর।। বিএসএফের মারে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে নিজ জমিতে অনুমতি নিয়ে ঘাস কাটতে গিয়েও মার খেলেন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অধীন মতিনগর এলাকায় মিয়া পাড়ার বাসিন্দা সুদন মিয়া (৩৮)। এলাকাবাসীর বক্তব্য, বিনা দোষে বিএসএফ-র হাতে প্রহৃত হয়েছেন সুদন মিয়া। তাই, ন্যায় বিচার চেয়ে আমতলী থানায় মামলা করা হয়েছে। জনৈক এলাকাবাসী বলেন, মতিনগর এলাকায় কাটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে ঘাস কাটতে গিয়েছিলেন সুদন মিয়া।
তিনি বিএসএফ-র আইবি শাখার আধিকারিকের কাছ থেকে অনুমতি নিয়েই সীমান্তের ওপারে গিয়েছিলেন। কিন্তু, বিএসএফ জওয়ানরা তাকে দেখে ডেকে এনে মারধর করেছেন। ওই এলাকাবাসীর দাবি, রায়েরমুড়া বিএসএফ ক্যাম্প-র জওয়ান-রা এ-ধরণের ঘটনা আগেও ঘটিয়েছে। কিন্তু, কখনো কোন প্রতিকার পাওয়া যায়নি। লকডাউনে রুজি-রোজগার বন্ধ হয়ে গেছে। তাই, নিজ জমি থেকে ঘাস কেটে আনতে গিয়েছিলেন সুদন মিয়া। তাঁর অভিযোগ, বিএসএফ-র মারে সুদন মিয়ার হাত-পা ভেঙে গেছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাঁপানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পরিবার এখন দিশেহারা হয়ে পড়েছেন। তিনি বলেন, ওই ঘটনায় আমতলী থানায় মামলা করা হয়েছে। ত্রিপুরা সরকারের কাছেও প্রতিকারের প্রত্যাশা করা হচ্ছে।