সাব্রুম, ৬ ফেব্রুয়ারি : ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা তথা সাব্রুমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বৃহত্তর শ্রীনগর ও পোয়াংবাড়ির বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ পরিদর্শনে যান। তিনি বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থ কীভাবে ব্যয় হচ্ছে তা খতিয়ে দেখতে যান এবং সংশ্লিষ্ট প্রকল্পগুলির কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।
বিরোধী দলনেতা জানান, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে বেকার স্টল, কমিউনিটি হল ও অন্যান্য অবকাঠামো নির্মাণে অর্থ বরাদ্দ করা হয়েছে এবং ওয়ার্ক অর্ডারও ইস্যু করা হয়েছে। এছাড়াও, তিনি পরিদর্শনের সময় দেখেন গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রিপুরা সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা সঠিকভাবে পৌঁছেছে কিনা।
বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের মাধ্যমে সাব্রুম বিধানসভা কেন্দ্রের মণিকুমার পাড়া ও কাপতলি মেরু পাড়ায় বেকারদের কর্মসংস্থানের জন্য বেকার স্টল নির্মাণ করা হবে। প্রতিটির জন্য ব্যয় ধরা হয়েছে ৯ লক্ষ ১৯ হাজার টাকা। এছাড়াও শ্রীনগর হাসপাতালের জন্য বিশ্রামাগার নির্মাণে ব্যয় হবে ১২ লক্ষ টাকা। পোয়াংবাড়ি বাজারে একটি মার্কেট শেড নির্মাণ করা হবে। যার জন্য বরাদ্দ ১২ লক্ষ ১৯ হাজার টাকা।
পরিদর্শনকালে বিধায়কের সাথে ছিলেন গ্রামোন্নয়ন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জিত রিয়াং। তিনি উন্নয়ন প্রকল্পের কারিগরি দিক নিয়ে বিস্তারিত তথ্য দেন এবং প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা বিধায়কের কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা জানান এবং তিনি সেগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকার প্রদত্ত সাহায্য যথাযথভাবে পেয়েছেন কিনা, সে বিষয়ে সরেজমিনে খোঁজ নেন। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানান, ‘সরকারি প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছায়, সেটাই আমাদের লক্ষ্য।