শুকনো গাঁজা ও এয়ার গান উদ্ধার করল সোনামুড়া থানার পুলিশ

বক্সনগর, ৬ ফেব্রুয়ারি : সিপাহীজলা জেলার সোনামুড়া থানার পুলিশ গাঁজা বিরোধী অভিযানে গিয়ে গাঁজা উদ্ধারের পাশাপাশি দেশীয় তৈরী একটি এয়ারা গান (বন্দুক) উদ্ধার করেছে৷ গাঁজা এবং এয়ার গান উদ্ধার করা হলেও পুলিশ নেশা পাচারকারিদের আটক করতে পারেনি৷

বৃহস্পতিবার সোনামুড়া থানার ওসি জয়ন্ত দে জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে থানার পুলিশ, টিএসআর এবং গোয়েন্দা বিভাগের কর্মীরা যৌথভাবে গাঁজা পাচারকারিদের বিরুদ্ধে অভিযান চালায়৷ থানার অধীন ধনীরামপুর এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে একটি পরিত্যাক্ত ঘরে তল্লাসি চালিয়ে ৬৫ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়৷ সেই সাথে সেখান থেকে একটি দেশীয় তৈরি এয়ার গান উদ্ধার করা হয়েছে৷

ওসি জয়ন্ত দে আরও জানিয়েছেন, আশঙ্কা করা হচ্ছে পুলিশের অভিযানের আগাম খবর পেয়ে পাচারকারিরা ঘটনাস্থল থেকে গা ঢাকা দিয়েছে৷ যে এয়ার গানটি উদ্ধার করা হয়েছে সেটিও পাচারকারিদেরই বলে মনে করছেন তিনি৷ তবে গাঁজা বিরোধী অভিযান আগামীদিনেও অব্যাহত থাকবে বলে ওসি জয়ন্ত দে জানিয়েছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?