আগরতলা, ৬ ফেব্রুয়ারি : মাত্র ৮ মাস বয়সী শিশুর শ্বাসনালীতে আটকে থাকা ফরেন বডি সফল অস্ত্রোপচারের মাধ্যমে বের করে শিশুটিকে নতুন জীবন দিল জিবি হাসপাতাল তথা এজিএমসি কর্তৃপক্ষ। এই মারাত্মক ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করেছেন জিবি হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান ডাঃ বিপ্লব নাথ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বিষয়টি তুলে ধরেন তিনি।
গোমতী জেলার নতুনবাজারের ল্যাবাইছড়ি এলাকার হুদুলি চাকমা নামে আট মাসের শিশু সন্তানকে শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে গোমতী জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জিবি হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ বিপ্লব নাথের নেতৃত্বে চিকিৎসকদের দল শিশুটির পরীক্ষা-নিরীক্ষা করেন। এক্সরে এবং সিটি স্ক্যান রিপোর্টে ধরা পড়ে শিশুটির শ্বাসনালীতে একটি ফরেন বডি বা বাহ্যিক কোন পদার্থ আটকে রয়েছে। চার মিলিমিটারের এই শ্বাসনালীতে আটকে থাকা বাহ্যিক পদার্থটি অপারেশন করে বের করে আনা একপ্রকার কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ। কিন্তু এই ঝুঁকিপূর্ণ কাজটি সফলভাবে সম্পাদন করলেন জিবি হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ বিপ্লব নাথ।
বৃহস্পতিবার এজিএমসির কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে ডাঃ বিপ্লব নাথ জানান, অস্ত্রোপচারের মাধ্যমে বের করে আনা বস্তুটি ছিল কোন একটি বিদ্যুতের নব। যার মধ্যে দুটি তার লাগানো ছিল। তিনি জানান দুই ঘন্টার অপারেশনের মাধ্যমে ৮ মাসের শিশুটির শ্বাসনালীতে আটকে থাকা এই পদার্থটি বের করে আনা সম্ভব হয়। এই অস্ত্রোপচারটি সফল হয়েছিল মূলত নতুন প্রতিস্থাপিত অত্যাধুনিক ব্রঙ্কোস্কপি যন্ত্রের সহযোগিতায়। এই ধরনের অত্যাধুনিক যন্ত্র উত্তর পূর্বাঞ্চলে গুয়াহাটির পর আগরতলাতেই রয়েছে। শিশুটির বয়স মাত্র ৮ মাস এবং শিশুটির শ্বাসনালীর ব্যাস মাত্র ৪ মিলিমিটার থাকায় এই অপারেশন ঝুঁকিপূর্ণ ছিল বলেই জানান জিবি হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ বিপ্লব নাথ।
এদিন সাংবাদিক সম্মেলনে জিবি হাসপাতাল তথা এজিএমসি-র অধ্যাপক ডাঃ অনুপ কুমার সাহা, হাসপাতালের মেডিকেল সুপার ডাঃ শঙ্কর চক্রবর্তী, ডেপুটি মেডিকেল সুপার ডাঃ অভিজিৎ সরকার, ডাঃ বিকাশ দেববর্মা প্রমূখ উপস্থিত ছিলেন।