গন্ডাছড়া, ৫ ফেব্রুয়ারি : বুধবার সারা ভারত কৃষক সভা এবং ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের গন্ডাছড়া বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়।
বুধবার সিপিআইএম দলীয় কার্য্যলয় থেকে সংশ্লিষ্ট সংগঠনের নেতৃত্ব ও কর্মীদের একটি বিক্ষোভ মিছিল বের বিভিন্ন পথ পরিক্রমা করে বাজারের দুর্গাবাড়িতে এসে শেষ হয়। এখানে বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে নেতৃত্ব এবং কর্মীরা। বিক্ষোভ প্রদর্শনের পর অনুষ্ঠিত হয় পথসভা। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ললিতমোহন ত্রিপুরা, সিপিআইএম নেতৃত্ব অভিলাশ সরকার, শৈলেশ দাস, সুমতিরঞ্জন চাকমা, নারীনেতৃ অর্চনা দাস, দশরানী ত্রিপুরা এবং সুখরঞ্জন দাস। সভায় সভাপতিত্ব করেন নেতৃত্ব সুবোধ মল্লিক। পথসভায় সংসদ অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কর্তৃক দেশের জন্য যে বাজেট পেশ করা হয়েছে সেই বাজেটকে জন বিরোধী বলে আখ্যা দিয়ে অবিলম্বে সেই বাজেট বাতিল করার জন্য দাবি জানান বক্তারা।