সাব্রুম, ৫ ফেব্রুয়ারি : ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা তথা সাব্রুমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বুধবার সকালে সাব্রুমের সবজি বাজার এবং দৌলবাড়ি গাঁও পঞ্চায়েতের গাংফিরার বুদ্ধ বিহার পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জীব রিয়াং সহ অন্যান্য সরকারি আধিকারিকরা।
বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ কিভাবে বাস্তবায়িত হচ্ছে তা সরজমিনে খতিয়ে দেখতে তিনি এই পরিদর্শনে আসেন। জানা গেছে, সাব্রুম বাজার স্টলের উন্নয়নের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং গাংফিরার বুদ্ধ বিহারের সংস্কার ও উন্নয়নের জন্য ২১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
পরিদর্শনের সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী জানান, সাব্রুমের উন্নয়নের জন্য বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে যে অর্থ বরাদ্দ করা হয়েছে তা যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে আমি নিজে পরিদর্শন করছি। উন্নয়নমূলক কাজের গতি বাড়াতে এবং স্থানীয় জনগণের সুবিধা নিশ্চিত করতেই আমরা কাজ করে যাচ্ছি।
বিরোধী দলনেতা আগামীকাল শ্রীনগর অঞ্চলেও অন্যান্য উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। পাশাপাশি, সাব্রুম গণপ্রশাসনের নতুন প্রশাসনিক ভবনও ঘুরে দেখবেন। তাছাড়া তিনি জানিয়েছেন, ভবিষ্যতে সাব্রুমের একলব্য স্কুল পরিদর্শনে যাবেন এবং সেখানে শিক্ষা পরিকাঠামোর উন্নয়নের বিষয়ে আলোচনা করবেন।
এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জীব রিয়াং বলেন, বিধায়কের নির্দেশনা অনুযায়ী উন্নয়নমূলক কাজগুলি যথাযথভাবে সম্পন্ন করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।