ধর্মনগরে ইভিএম প্রহরারত অবস্থায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

ধর্মনগর, ৫ ফেব্রুয়ারি : ইভিএম প্রহরারত অবস্থায় পুলিশ কনস্টেবলের মৃত্যু৷ মৃত পুলিশকর্মীর নাম নবীন চন্দ্র চাকমা (৪৭)৷ বাড়ি কাঞ্চনপুরের শিবনগর এলাকায়৷ ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে৷ কর্তব্যরত অবস্থায় পুলিশকর্মীর মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ছয়টা চল্লিশ মিনিট নাগাদ সহকর্মীরা নবীন চন্দ্র চাকমাকে হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ পরে ময়নাতদন্তের পর মৃতদেহ নিকটাত্মীদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসক৷ এদিকে, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছে পুলিশ৷ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে৷ প্রাথমিকভাবে পুলিশ ও চিকিৎসকদের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কনস্টেবল নবীন চন্দ্র চাকমার মৃত্যু হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?