আগরতলা, ৫ ফেব্রুয়ারি : আগরতলাস্থিত বাংলাদেশ সহকারি হাইকমিশনে পুনরায় চালু হল ভিসা প্রদান৷ বুধবার বেশ কিছু ভিসা প্রদান করা হয়েছে৷ এদিন সকাল থেকেই লোকজন সহকারি হাইকমিশনের অফিসে পৌঁছেন ভিসার আবেদন জানাতে৷ তবে দেখা গিয়েছে অধিকাংশই ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেছেন৷
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছিল৷ দেশের অভ্যন্তরে হিন্দু নির্যাতনের গুরুতর অভিযোগ উঠে৷ সংখ্যালঘুদের দেবলায়গুলিতে আক্রমণ সংগঠিত করা হয়৷ বিনা অপরাধে অনেক সংখ্যালঘু ধর্মগুরুদের আটক করা হয়৷ এর প্রতিবাদে আগরতলায় সরব হয় বিভিন্ন ধর্মীয় সংগঠন ও সাধারণ জনগণ৷
গত ৩ ডিসেম্বর রাজধানী আগরতলা শহরে বিভিন্ন ধর্মীয় সংগঠনের উদ্যোগে বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ আন্দোলন সংগঠিত করা হয়েছিল৷ সেদিন শহরের কুঞ্জবন এলাকায় বাংলাদেশ সহকারি হাইকমিশনে প্রবেশ করে বিক্ষোভ দেখাতে থাকে৷ সেদিনের অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে সহকারি হাইকমিশনের অফিসের কাজকর্ম জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়৷ কিছু কর্মচারীকেও স্বদেশে ফিরিয়ে নেওয়া হয়৷ প্রায় দুই মাস দুইদিন বন্ধ থাকার পর আগারতলাস্থিত বাংলাদেশ সহকারি হাইকমিশনে ভিসা প্রদান প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার৷