আগরতলা, ৪ ফেব্রুয়ারি : বহুল আলোচিত জেআরবিটি পরিচালিত মাল্টি টাস্কিং স্টাফ পদে মনোনীত প্রার্থী সহ ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে চাকরিপ্রাপকদের মধ্যে অফার অব অ্যাপয়েন্টমেন্ট বিতরণ করা হবে। আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে আগামীকাল এক অনুষ্ঠানে ২৮০৬ জনকে এই অফার অব অ্যাপয়েন্টমেন্ট বিতরণ করা হবে।
ত্রিপুরা সরকারের তরফে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। সরকারি সূত্রে জানা গিয়েছে এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভার্চুয়ালি অংশ নেবেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিংকু রায়, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, শিল্প ও বাণিজ্য রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা ও মুখ্যসচিব জে কে সিনহা। অনুষ্ঠানে ২৮০৬ জনকে অফার অব অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে।